ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের পার্ক বাজার এলাকার মুক্তিযোদ্ধা ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে চারটি ঐতিহাসিক গণআন্দোলন সংঘটিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবেও তাঁর ভূমিকা ছিল, যার মধ্য দিয়েই বিএনপির জন্ম। ১৯৯০ সালের গণআন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতন ঘটে। সর্বশেষ ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান।
তিনি আরও বলেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের পেছনে শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
এসময় টুকু বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ইতোমধ্যে জাতির সামনে তাদের উগ্রতার প্রকাশ ঘটিয়েছে। কাজেই এসব উগ্রবাদী শক্তি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমি একটি নতুন টাঙ্গাইল গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ একটি মডেল টাঙ্গাইল প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা, ইখলাস ও দরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলম...
নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরু...
রংপুর ব্যুরো: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফ...

মন্তব্য (০)