ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনায় র্যাবের অভিযানে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড কার্তুজসহ মো. হারুন স্যান্যাল (৩৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বেড়া থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতি ও চাঁদাবাজির পরিকল্পনা করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং মো. হারুন স্যান্যালকে ওই চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করে।
র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় এবং র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৪ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে পাবনা জেলার বেড়া থানার উত্তর পেঁচাকোলা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. হারুন স্যান্যালকে গ্রেপ্তার করা হয়। তিনি বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল কাদেরের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, সাত রাউন্ড কার্তুজ এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে মারামারি ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। র্যাব জানিয়েছে, অস্ত্রধারী এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার বেড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...
নওগাঁ প্রতিনিধিঃ ঘড়ির কাটা সকাল সাড়ে ৯টার ঘরে। দীর্ঘদিন পর স...
নওগাঁ প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষি...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ঋণের মামলার চাপে সবুর তালুক...

মন্তব্য (০)