• খেলাধুলা

যে কারণে বিশ্বকাপের দলে নেই জাকের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে দলে জায়গা হয়নি জাকের আলী অনিক। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলে রেখে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ দিন ফর্মে না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ৭ জন ব্যাটসম্যানকে রেখেছে ম্যানেজমেন্ট। রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, অধিনায়ক লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহান। 

জাকেরের দলে না থাকার ব্যাপারে এক নির্বাচক বলেছেন, ‘মানসিকভাবে জাকের যেন সবকিছু আবার গুছিয়ে উঠতে পারে সে জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই সে ফর্মে নেই। আর গত কয়েক মাসে ওর আউট হওয়ার ধরন বেশির ভাগ সময়ই এক রকম ছিল।’

দলে পাঁচ পেসার রাখায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাখ্যায় সেই নির্বাচক বলেছেন, ‘বোলিং তো আছেই, সাইফউদ্দিন শেষ দিকে ব্যাট হাতে যে ভূমিকা রাখে, সেটাকেও আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি।’

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল।

বিশ্বকাপের মূল সূচিতে ভারতে ৪ ম্যাচ থাকলেও বিসিবি সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় ভারতে দল পাঠানো হবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

মন্তব্য (০)





image

১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযো...

সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে...

image

মামলা করলে মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন?

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ...

image

‘মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ...

image

সাকিবকে ছাড়িয়ে নাসুমের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নাসুম আহমেদ...

image

‎বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা বাংলাদেশে স...

  • company_logo