• আন্তর্জাতিক

‎ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে রাশিয়া।

‎বৃহস্পতিবার খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে এ দাবি করেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তোলেন। তবে ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

‎বিবৃতিতে সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নতুন বছর উদযাপনের স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেন এবং বলেন, বহু মানুষ আগুনে পুড়ে মারা গেছেন।

‎রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার খবর মিলেছে। এতে কোনো সন্দেহ নেই যে হামলাটি আগেভাগে পরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়।

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের নিন্দা জানান।

‎খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে—যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

‎এদিকে বৃহস্পতিবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেন, তারা কেবল শত্রু সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য বৈধ লক্ষ্য আঘাত করে।

‎এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। একই সঙ্গে টেলিগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলমেতিয়েভস্ক তেল স্থাপনাতেও তারা আঘাত হেনেছে।

‎আলমেতিয়েভস্ক স্থাপনাটি ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৯৬৫ কিলোমিটার (৬০০ মাইল) দূরে, এমনকি বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেও আরও দূরে অবস্থিত।

মন্তব্য (০)





image

পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেওয়া মার্কিন হুমকির ...

image

পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক?

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্...

image

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরক...

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘হারেৎজ’ বর্জ...

image

ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ ...

image

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণ...

  • company_logo