ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রার্থী ও অনুপস্থিত প্রার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রচারণা, পোস্টার-ব্যানার, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকল প্রার্থী, সমর্থক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
মাগুরা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়ত...
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভা...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রেস ক্লাবে মাস...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন পরিচা...

মন্তব্য (০)