• সমগ্র বাংলা

বগুড়ায় মিছিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিবির নেতার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাফিউল করিম (১৮)। তাঁর বাড়ি শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাফিউল শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে (জিপিএ-৫) পেয়ে উর্ত্তীণ হন। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যাণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর নামক স্থানে পৌছাঁলে অজ্ঞাত পরিচয়ের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান রাফিউল।

জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে এই শিবির নেতা বলেন, ঘাতক বাসটিকে চিহিৃত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পা...

image

ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আ...

image

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ...

image

বগুড়ায় টিকটক করার জেরে স্ত্রীকে হত্যা: মরদেহ লুকিয়ে রে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারি...

image

গোপালপুরে বিএনপির পোস্টার-ব্যানার অপসারণ ও দেয়াল পরিচ্ছন্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...

  • company_logo