ছবিঃ সিএনআই
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের সী ওয়ার্ল্ড রিসোর্টের সামনে থেকে কেরানীহাট চত্বর পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে এসে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির মৃত্যুকে একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করে এর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করছে। তারা আইনের শাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। বক্তারা আরও বলেন, নিরপরাধ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন- সাতকানিয়া উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক মো: মাসুম,বাংলাদেশ খেলাফতে মজলিসে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক কাশেমী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক মো: রুবেল, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মো: রাব্বি এবং লোহাগাড়া উপজেলা সমন্বয়ক দিদারুল আলম সহ আরো অনেক।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—“ভারতের আগ্রাসন মানি না, চলবে না”, “ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান”,
“আমরা সবাই হাদি হবো, হাদি হত্যার বদলা নেবো”,এবং “আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও”।
এ সময় কেরানীহাট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আ...
নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...
বগুড়া প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির...

মন্তব্য (০)