ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে ৪ থেকে ৫ বছর সময় লাগে- এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এর কম সময়ে- তা সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক।
মামলা থেকে অর্থ ফেরত আসার বিষয়ে কোনো আশা পাওয়া যাচ্ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, আমাদের বাস্তবতা বলতে হবে। বিদেশ থেকে অর্থ আনতে ৪ থেকে ৫ বছর লাগে। এর নিচে হয় না।
গভর্নর বলেন, আমরা খুবই ভাগ্যবান হবো যদি লন্ডন থেকে সাইফুজ্জামান চৌধুরীর মামলার সমাধান হয়ে যায়। কারণ, মামলাটিতে তারা লড়েনি। ফলে এমনিতেই তারা মামলাটিতে হেরে গেছে। বাকি মামলাগুলো আবেদনের ওপর নির্ভর করে। এটি দীর্ঘ প্রক্রিয়া। সেখানে আমাদের কিছু করার নেই।
এস আলম গ্রুপের বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে এস আলম আরবিট্রেশন ফাইল মিউটেশন করেছে। চোরের মার বড় গলা। আমরা মামলাটা লড়ব।
নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দা...
নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে এবং ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়...
নিউজ ডেস্কঃ কোনও ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদে...
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে। সোমবার (১৫...
নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও।...

মন্তব্য (০)