ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের নিরাপত্তা বাহিনী শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ গ্রেপ্তার করেছে। নরওয়ের নোবেল কমিটি এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারকে ‘নিষ্ঠুর’ তৎপরতা বলে নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
২০২৪ সালের ডিসেম্বরে ইরানের কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদিকে তার আটজন অনুসারীসহ আইনজীবী খসরু আলিকর্দির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। ওই আইনজীবীকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায়। নার্গিসের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে।
ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে স্মরণসভাটি হচ্ছিল। গ্রেপ্তারের সময় নার্গিস মোহাম্মদির সঙ্গে ছিলেন তার সহকর্মী সেপিদেহ গোলিয়ান, যিনি এর আগেও তেহরানের এভিন কারাগারে নার্গিসের সঙ্গে বন্দি ছিলেন।
নার্গিসের ফাউন্ডেশন এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, একটি স্মরণসভায় খসরু আলিকর্দির স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছিলেন তারা। এতে আরও বলা হয়, এই গ্রেপ্তার মৌলিক মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন।
অসলো থেকে নার্গিসের ভাই হামিদ মোহাম্মদি বার্তা সংস্থা এএফপিকে জানান, গ্রেপ্তারের সময় নার্গিস মোহাম্মদির পায়ে আঘাত করা হয় এবং তাকে চুল ধরে টেনেহিচড়ে বের করা হয়।
নরওয়ের নোবেল কমিটি নার্গিস মোহাম্মদির গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংস্থাটি এ বিষয়ে ভীষণ উদ্বিগ্ন এবং তারা দ্রুত এই নোবেলজয়ীর অবস্থানের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
এই গ্রেপ্তারের ঘটনাটি ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোর জন্য আয়োজিত অনুষ্ঠানের মাত্র দুই দিন পর ঘটলো। মাচাদো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক তেহরানের একজন মিত্র হিসেবে পরিচিত।
এদিকে ইরানের অভ্যন্তরে, মেহের সংবাদ সংস্থা মাশহাদের গভর্নর হাসান হোসেইনিকে উদ্ধৃত করে বলেছে, অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিরা ‘জনসাধারণের রীতিনীতির পরিপন্থী স্লোগান’ দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে, তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।
নিউজ ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় মোট ৩৬ জন বাংল...
নিউজ ডেস্ক : বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ...
আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে অভিযান চালিয়ে একটি তেলবাহী ট...
নিউজ ডেস্ক : সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরক...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে,...

মন্তব্য (০)