• অপরাধ ও দুর্নীতি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: মেলান্দহের সেই ইউপি চেয়ারম্যানকে অপসারণ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে  এক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের নির্দেশক্রমে জামালপুর স্থানীয় সরকারের উপ পরিচালক মৌসুমি খানম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হককে দায়িত্ব থেকে অপসারণ করে ইউনিয়ন  উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফকে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে ওই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য ও বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রায় আট মাস দায়িত্ব পালনকালে চেয়ারম্যান বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। এর মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়ে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিক্রি, উন্নয়ন প্রকল্পে ঘুষ ছাড়া অনুমোদন না পাওয়া। ইউপি সদস্যদের সম্মানি ভাতা এক বছরেরও বেশি সময় আটকে রাখার অভিযোগ তুলে তার অপসারণ দাবি থেকে লিখিত অভিযোগ দেওয়াসহ মানববন্ধন করেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন লেবু, মুসলিম উদ্দিন ও ফরহাদ হোসেন ছিলেন ফজলুল হক, আব্দুল গফুর, আনোয়ার হোসেন, মাসুদ রানা, জুয়েল রানা, নুরেজা বেগম ও শাহানাজ বেগমসহ স্থানীয়রা।

দায়িত্ব থেকে অপসারণ হওয়া ওই প্যানেল চেয়ারম্যান বিরুদ্ধে সরকারি খাদ্য সহায়তার ভিজিডি কার্ডে তথ্য গোপন করে তার স্ত্রী স্বপ্না খাতুনের নাম অন্তর্ভুক্ত করে। কার্ডে স্বামী হিসেবে চেয়ারম্যানের নামের গোপন করে পিতার নাম ব্যবহার করে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ হওয়ার পর প্রশাসন এই সিদ্ধান্ত নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করার পর ইউপি সদস্য জয়নাল আবেদীন লেবু ও মুসলিম বলেন- এই পদক্ষেপ সময়োপযোগী ও জরুরি ছিল। আমরা চাই পরিষদে সব কাজ স্বচ্ছভাবে হবে। প্রশাসকের মাধ্যমে ইউনিয়ন সচল থাকবে এবং প্রকৃত দরিদ্ররা তাদের অধিকার পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পর প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচল রাখা এবং জনসেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

স্বামীর দেওয়া তথ্যে গ্রেফতার হন আয়েশা, জানা গেল চাঞ্চল্যক...

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী...

image

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: থানায় মামলা, অজ্ঞাতনামা...

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা যো...

image

বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতার...

নিউজ ডেস্ক : প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ...

image

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ টাকার পামওয়েল আত্মসাতের ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ ২১হাজার ২৫০টাকা ম...

image

দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দু...

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

  • company_logo