• সমগ্র বাংলা

“ছোট যমুনা নদীকে বাঁচাতে হবে”

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নবাগত পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান করেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। গাজীপুর জেলার সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম ২৫তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ প্রশাসনে ক্যাডার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। নওগাঁর আগে তিনি কয়েক মাস নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি পুলিশ সুপারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে নওগাঁর প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম তিলোত্তমা শহর নওগাঁকে দুই ভাগ করে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ইতিহাস ও বর্তমান সময়েও নদীগুলোর প্রয়োজনীতা তুলে ধরে একটি লেখার মাধ্যমে তিনি ছোট যমুনা নদীকে বাঁচানোর আহ্বান জানান। লেখার সঙ্গে তিনি ছোট যমুনা নদীর তীরে অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনের পাশে ছোট যমুনা নদীর তীরে তোলা একটি ছবি পোস্ট করে লিখেন যে, বাংলাদেশের একটি সমৃদ্ধ এবং জনপদের নাম নওগাঁ। ১১ টি থানা/উপজেলা নিয়ে গঠিত তিনটি প্রধান নদী রয়েছে। ১। নওগাঁ জেলার মানচিত্রে পশ্চিম ভারত সীমান্ত পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে প্রবাহিত “পূর্ণভবা” নদী। ২। নওগাঁ জেলার মধ্য ভাগ দিয়ে ধামুইরহাট, নজিপুর, মহাদেবপুর, মান্দা ও আত্রাই উপজেলা দিয়ে প্রবাহিত “আত্রাই” নদী। এ জেলার সব চাইতে বৃহৎ নদী এটি। ৩। নওগাঁ জেলার মঠিক পূর্ব ভাগে বদলগাছী উপজেলা ও নওগাঁ সদর উপজেলার মধ্য ভাগ দিয়ে নওগাঁ শহরকে দুই ভাগ করে প্রবাহিত হয়েছে “ছোট যমুনা” নদী।

লেখার মূল বিষয় হচ্ছে ছোট যমুনা নদী। মূলত তিস্তা নদীরই একটি শাখা ছোট যমুনা নদী। এ নদীর উপর গড়ে উঠেছে নওগাঁ জেলা শহর। ছোট যমুনা নদী বাংলাদেশের উত্তরাংশের দিনাজপুর জেলা, জয়পুরহাট ও নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী। গবেষকরা বলেন নদীটির দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার।

ইতিহাস থেকে জানা যায় নওগাঁর উপর দিয়ে বয়ে চলা এই ছোট যমুনা নদীটি গ্রীষ্মকালে সরু এবং শুষ্ক হয়ে যায় কিন্তু বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করত। শহরের আশেপাশে অনেক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন জনপদ নওগাঁ শহর। নদী ছিল যাতায়াতের এবং পণ্য পরিবহনের প্রধান পথ।

কিন্তু কালের পরিক্রমায় ছোট যমুনা নদী এখন অনেকটা বার্ধেককে পৌঁছে গেছে। জীর্ণশীর্ণ অবস্থায় মোটামুটি টিকে আছে। পানি দূষণ, ময়লা আবর্জনা নদীতে ফেলা নদীতে পলি জমা, দখল বেদখলসহ বিভিন্ন কারণে নদীর জৈব বৈচিত্র্য অনেকটাই কমে গেছে। আমার সরকারি বাসার পাশেই নওগাঁ জেলার এক সময়কার প্রাণ ভোমরা ছোট যমুনা নদী প্রবাহিত। নদী হচ্ছে একটা দেশের রক্তনালীর মত। আধুনিক প্রযুক্তি এবং সড়ক যোগাযোগের উন্নয়ন সত্ত্বেও এখনো নদীর গুরুত্ব কোন অংশে বাংলাদেশে কমেনি। চলুন আমরা সবাই মিলে নওগাঁ জেলার নয়নাভিরাম “ছোট যমুনা” নদীকে বাঁচিয়ে রাখি।

মন্তব্য (০)





image

দিনাজপুর-৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবর্তীপুরে বি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোন...

image

চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষি...

image

গোপালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপত...

image

আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবসে বগুড়ায় স্বেচ্ছাসেবী মিলনমে...

বগুড়া প্রতিনিধি : ৫ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিব...

image

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী &q...

  • company_logo