• সমগ্র বাংলা

রাণীনগরে রেলের উচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের উচু-নিচু রেলের রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। এক বছর পার হলেও বরাদ্দ নেই এমন অজুহাতে সময় পার করছে রেল কর্তৃপক্ষ আর অন্যদিকে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ে অসুস্থ্য হয়ে পড়ছেন পথচারীরা। দ্রুত রেলের মাঝের উচু-নিচু রাস্তাটি সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়সহ শত শত পথচারী।

স্থানীয় ভ্যানচালক মো: মেহেদী জানান প্রায় এক বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাঁকা অংশ তুলে ফেলে সংশ্লিষ্টরা। এরপর থেকে যে উচু-নিচু অংশের তৈরি হয়েছে তাতে প্রতিনিয়তই ছোট ছোট যানবাহন যাত্রীসহ উল্টে যাচ্ছে। আবার অনেক রোগীরা এই রেলগেট পার হওয়ার সময় উচু-নিচু অংশের ঝাকুনি খেয়ে আরো অসুস্থ্য হয়ে পড়ছে। এছাড়া যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষতি হচ্ছেই। আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুত্বর আহতও হচ্ছেন। দ্রুত এই উচু-নিচু অংশ সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এই চালক।

সিমবা গ্রামের অটোচার্জার ভ্যান চালক রুহুল আমীন বলেন রেলগেটের উভয় পাশের সড়ক ভালো হলেও রেলগেটের রেলের অংশটি দীর্ঘদিন যাবত পাঁকা তুলে উচু-নিচু করে রাখা হয়েছে। এই সামান্য অংশটুকু পারাপার হওয়ার কারণে গাড়ির যানবাহনের যন্ত্রাংশ হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে দিনের বেলায় ২০টির বেশি ট্রেন চলাচলের সময় যখন যানজটের সৃষ্টি হয় তখন ভিড়ের মাঝে এই উচু-নিচু অংশ পার হতে যানবাহনের সঙ্গে পথচারীদের ধাক্কা লাগে। এতে করে মানুষের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে যানবাহনেরও চরম ক্ষতি হচ্ছে। তাই দ্রুত এই সামান্য অংশ সমান করে দেওয়ার বিশেষ অনুরোধ জানান শ্রমজীবী এই মানুষটি।

আবাদপুকুর এলাকার বাসিন্দা পথচারী আলম হোসেন জানান রাণীনগর রেলগেট অনুমোদিত একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জায়গা। এই রেলগেট পার হয়ে উপজেলার পূর্বাঞ্চলের কয়েক লাখ মানুষ প্রতিদিনই উপজেলা সদর, নওগাঁ শহরসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে থাকেন। রেলগেটে নতুন ভোগান্তি হিসেবে যুক্ত হয়েছে উচু-নিচু রাস্তা। এই রেলগেট একবার পার হলে দুর্বল মানুষ আরো দুর্বল হয়ে পড়ছে। তাই দ্রুত রেলের উচু-নিচু রাস্তাটি সমান করার কোন বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ট্রেন যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয় এই সরু রেলগেটে। তার উপর আবার সংস্কার কাজের সময় সড়কে রেলের অংশের পাঁকা তোলার কারণে যে উচু-নিচু অংশের সৃষ্টি হয়েছে সেই সামান্য অংশ চলাচলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা এসে অভিযোগ দিয়ে যাচ্ছে। ভোগান্তির বিষয়টি লিখিত ভাবে রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (কার্য) মো: আব্দুর রহমান মুঠোফোনে জানান রাণীনগরের রেলগেটের উচু-নিচু অংশের নতুন করে পাঁকাকরনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই উচু-নিচু অংশ সমান করে দেওয়া হবে।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল জানান সড়কটি সড়ক বিভাগের হলেও রেলগেট অংশটি রেল কর্তৃপক্ষের যার কারণে চাইলেই সড়ক বিভাগ ওই উচু-নিচু অংশ সমান করে দিতে পারে না। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি রেল অনুমতি প্রদান করে তাহলে পথচারীদের ভোগান্তি লাঘব করতে দ্রুতই সড়ক বিভাগ ওই সামান্য অংশটি নতুন করে পাঁকাকরণ করে দিতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও ...

image

হাসিনার ফাঁসির রায়ে ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সঙ্ঘঠিত ...

image

গণঅধিকার পরিষদ রাজপথের সংগ্রামে বেড়ে ওঠা দল: জিয়াউর রহমান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ট্রাক প্রতী...

image

‎উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে পানিতে ড...

image

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔ...

  • company_logo