ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে অনুরাধা বর্মন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনুরাধা বর্মন ওই এলাকার অমল চন্দ্র বর্মনের মেয়ে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেন। পরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে সে উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে সন্ধ্যার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সঙ্ঘঠিত ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ট্রাক প্রতী...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের উচু-নিচু রেলের রাস্তায়...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔ...

মন্তব্য (০)