• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

‎তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তাই ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

‎শনিবার পটুয়াখালীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি আসন্ন নির্বাচনে মনোযোগ কেন্দ্রীভূত করছে।

‎তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

‎নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৯ দিন—নির্বাচনের পাঁচ দিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের তিন দিন পর পর্যন্ত মোতায়েন থাকবে।

‎তিনি আরও জানান, ভোটের আগে দেশে সম্ভাব্য অশান্তি রোধের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে।

‎নির্বাচনের জন্য ব্যাপক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে—প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, সাড়ে ৫ লাখ আনসার, ১ লাখ সেনা, ৩৫ হাজার বিজিবি, ৫০০ নৌবাহিনী সদস্য, ৮ হাজার র‌্যাব সদস্য এবং ৪ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলার রায় নিয়ে উদ্বেগের বিষয়ে বলেন, নিরাপত্তা সংস্থা ‘সকল প্রয়োজনীয় প্রস্তুতি’ গ্রহণ করেছে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে না পারে।

‎তিনি বলেন, ‘রায় অবশ্যই ১৭ নভেম্বর ঘোষণা করা হবে, এবং রায়কে কেন্দ্র করে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

‎দিনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কোস্টগার্ডের ঘাঁটি ও পটুয়াখালী জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটায় যান, যেখানে তিনি পর্যটন পুলিশ এবং নৌ-পুলিশের ক্যাম্প পরিদর্শন করবেন।

মন্তব্য (০)





image

‎যে ১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ ...

image

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বা...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্...

image

‎কোনো সন্ত্রাসী বা অপশক্তি জাতীয় নির্বাচন বানচাল করতে পার...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল...

image

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন ক...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন,...

image

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প...

  • company_logo