ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা—এমন পরিস্থিতিতে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়।
গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য আগে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন।
সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।
এছাড়া গুগল ম্যাপ ব্যবহারকারীদের আগেই নির্দিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করার সুযোগ দেয়। একবার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে অফলাইনে থেকেও রুট, নেভিগেশন, রাস্তার তথ্য, ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ লোকেশন দেখা যায়।
তবে অফলাইন অবস্থায় রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের নির্দেশনা কিংবা বিকল্প রুট দেখাবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন—
একবার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে, ইন্টারনেট বা মোবাইল ডাটা বন্ধ থাকলেও ম্যাপ দেখা ও নেভিগেশন চালানো যাবে। তবে মনে রাখতে হবে, অফলাইনে ডাউনলোড করা ম্যাপ শুধু নির্দিষ্ট এলাকার কিছু নতুন রুট দেখাতে পারবে।
এই অফলাইন ম্যাপ একসময় পর এক্সপায়ার হয়ে যায়, তাই নিয়মিত আপডেট করা জরুরি। সাধারণত ১৫ দিনের মধ্যে অফলাইন ম্যাপ এক্সপায়ার হয়। এরপর যদি ডিভাইসটি ওয়াই-ফাই সংযোগে থাকে, গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই এলাকার ম্যাপ আপডেট করে দেয়।
তথ্য প্রযুক্তি ডেস্ক : স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা &lsq...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্য...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচা...
নিউজ ডেস্কঃ বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্...

মন্তব্য (০)