• সমগ্র বাংলা

দলীয় মনোনয়ন না পেয়েও হেলিকপ্টারে এসে শুভ'র ঐতিহাসিক সমাবেশ, হাজারো জনতার ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামালপুরের রাজনীতিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করলেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তালিকায় দলীয় মনোনয়ন না পাওয়ার পরও তিনি দমে যাননি—বরং ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারে করে এলাকায় এসে শুরু করেছেন তাঁর ঐতিহাসিক সমাবেশ ও গণসংযোগ।

এই ঘটনা শুধু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নয়, পুরো জেলার, বিশেষ করে মেলান্দহ-মাদারগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলের রাজনীতিতে সক্রিয় শুভ দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন এবং কি চূড়ান্ত মনোনয়নের ব্যাপারেও তিনি আশাবাদী।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো তিনি পিছিয়ে যাবেন। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি এক সাহসী রাজনৈতিক বার্তা দিলেন।

বৃহস্পতিবার বিকেলে একটি হেলিকপ্টার মেলান্দহের উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে তৈরি হয় উৎসবের পরিবেশ। হেলিকপ্টার থেকে নামার পর তাঁকে বরণ করে নিতে অপেক্ষমাণ ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।

শ্লোগান আর ফুলের মালায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই জনসমর্থন স্পষ্ট করে, দলীয় পদ-পদবি ছাপিয়েও তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অবতরণের পর সমাবেশ শেষে কোনো বিরতি না দিয়ে তিনি গাড়িবহর নিয়ে সরাসরি গণসংযোগে বেরিয়ে পড়েন। প্রতিটি মোড়, বাজার ও জনসমাগমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমার রাজনীতি জনগণের জন্য। মেলান্দহ - মাদারগঞ্জের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। শহীদ জিয়াকে যারা ভালোবাসেন,বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারেক রহমানকে যারা ভালোবাসেন,  বিএনপিকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ওপর আস্থা রাখেন—তাদের জন্যই আমি মাঠে আছি।"

তিনি আরও বলেন, আপনাদের এই ভালোবাসা আমাকে প্রেরণা যোগাচ্ছে। মেলান্দহ -মাদারগঞ্জের মানুষ আমার পাশে থাকলে, আমি তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো ইনশাআল্লাহ।

শুভর এই হেলিকপ্টার-যোগাযোগ এবং মনোনয়ন না পেয়েও মাঠে থাকার দৃঢ়তা স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য (০)





image

ঝাওয়াইল দাখিল মাদরাসা পরিদর্শনে সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্...

image

রাণীনগরে যৌন হয়রানী বিষয়ক আলোচনা

নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ...

image

নড়াইলে আগুনে পুড়লো তিন দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। ...

image

শ্রীপুরে বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ...

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ...

image

"বিএনপির পররাষ্ট্রনীতি বাংলাদেশ ও জনগণের স্বার্থভিত্তিক, ...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পা...

  • company_logo