ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, "বিএনপির পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশনির্ভর নয়। আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে।" তিনি স্পষ্টভাবে জানান, "বিএনপি চায় বন্ধু, প্রভু নয়," এবং তার দল সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কিন্তু কারও অধীন হতে চায় না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ তার বক্তব্যে বিএনপির পররাষ্ট্রনীতির মূলনীতি তুলে ধরে বলেন, "বিএনপি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী নয়। এখনও নেই ভবিষ্যতেও এ ধরনের পররাষ্ট্রনীতিতে বিএনপি থাকবে না।" তিনি আরও যোগ করেন, "যে দেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে, বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সব সময় থাকবে।"
তিনি ভারতের নাম উল্লেখ করে বলেন, "ভারত যদি আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় এবং অন্য কোনো রাষ্ট্রও যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে—বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে।" তিনি পুনর্ব্যক্ত করেন যে, "জনগণের স্বার্থ আমাদের আগে, দেশের স্বার্থ সবার আগে। বিএনপির এর বাইরে কিছুই নেই।"
বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নীতি-নির্ধারকের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, "আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনী এলাকার সব নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা ও সালথা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার বাবা বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
জামালপুর প্রতিনিধি : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামালপুরে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্...
নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। ...
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ...

মন্তব্য (০)