• রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। তাদের মধ্যে দলের তারকা প্রার্থী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।’

প্রার্থী তালিকায় দেখা গেছে, দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা ৪ ও ঢাকা ১০ আসনের প্রার্থী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এছাড়াও ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। দল হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও মাথাল র‍্যালি করার ঘোষণাও দিয়েছে গণসংহতি আন্দোলন।

এসময় জোনায়েদ সাকি বলেন, ‘৩০০ আসন থেকে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ প্রার্থী দেবে। উদার মধ্যপন্থি দলগুলোর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করছে। সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে জামানত বাড়ানোকে অগণতান্ত্রিক মনে করে গণসংহতি আন্দোলন। কোনো দল যদি চায় অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করার, সেটি রাখা উচিত।’

 

মন্তব্য (০)





image

বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জামায়াত-এনসিপির শীর...

নিউজ ডেস্ক : সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ...

image

‎১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: ন...

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১৫ নভেম্ব...

image

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর ...

image

ঢাকার কোন আসনে লড়বেন তাসনিম জারা

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ নম্বর আসন থেকে প...

image

চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলার বিএনপির অভিজ্ঞ প্রবীণ নে...

পাবনা প্রতিনিধিঃ অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের ...

  • company_logo