• সমগ্র বাংলা

নড়াইলে আলোচিত হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, রায়ে আশা বেগম ও আরাফাত শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আসামি রোমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রোমান আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি শাবানা বেগমকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে মাসুম ফকির বাড়িতে না ফেরায় তাঁর স্ত্রী মোবাইলে ফোন দেন। মাসুম জানান, “আমি একটু পরে আসতেছি।” কিছুক্ষণ পর পুনরায় ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সেই রাতে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পাঁচ দিন পর, ১৩ ডিসেম্বর ২০১৬ সকালে লোহাগড়া থানার নলদী ইউনিয়নের জালালসী গ্রামের তপন বিশ্বাসের বাড়ির দক্ষিণ পাশে নবগঙ্গা নদীর উত্তর তীরে চরের ওপর একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলদী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরবর্তীতে নিহতের পরিবার লাশটি মাসুম ফকিরের বলে সনাক্ত করে।

এরপর ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে নিহতের ভাই মো. শহিদুল ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় নয় বছর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পেলেন যারা

টাঙ্গাইল ( গোপালপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গ...

image

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা এক মাদক ব্যাবসয়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল...

image

লালমনিরহাটে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে...

image

নওগাঁর পাঁচটি আসনে প্রাথমিক ভাবে বিএনপির প্রার্থী ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগা...

image

বগুড়া গাবতলীতে খালেদা জিয়ার ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী ও বগুড়...

  • company_logo