• জাতীয়

‎গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর: অজ্ঞাত ৫ শতাধিক শ্রমিকের নামে মামলা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ।

‎গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেছেন এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড কারখানার ব্যাবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ।

‎মামলায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসবাবপত্র লুটপাটের ঘটনাও উল্লেখ্য করা হয়।

‎কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে কারখানার গুরুত্বপূর্ণ মেশিন ভাঙচুর শুরু করে। যে মেশিন ভাঙচুর করা হয়েছে সেগুলোর একেকটি মেশিনের দাম দেড় কোটি টাকা করে। বেশকিছু মেশিনের মনিটর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে কারখানার শতাধিক কম্পিউটার-ল্যাপটপ। লুটপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ মেশিন।’

‎তিনি বলেন, ‘প্রতিটি ফ্লোরের দরজা জানালা ভাঙচুর করা হয়েছে। শ্রমিকেদের বকেয়া বেতন ২৪ অক্টোবর পরিশোধ করার পরও পরপর তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা কারখানায় যে পরিমাণ ভাঙচুর চালিয়েছে তার ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।’

‎শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ মামলায় উল্লেখ্য করেছে শ্রমিকরা ভাঙচুর করে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিসাধন করেছে। অজ্ঞাত নামা মামলায় ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

‎উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপজেলার গাজীপুর ইউনিয়ন নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকার এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

‎পরে ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর ফলে কারখানা খুলে দেয়ার দাবিতে পরপর তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারখানা শ্রমিকরা।

মন্তব্য (০)





image

নৌপরিবহণ মন্ত্রণালয়ে নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

নিউজ ডেস্ক : নৌপরিবহণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরক...

image

‎নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. নূর...

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে...

image

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ৩ বছরের মেয়াদে চ...

image

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্...

image

শীত নামার আগেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

নিউজ ডেস্ক : এবারের শীত মৌসুমে একের পর এক শৈত্যপ্রবাহে কাবু ...

  • company_logo