ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং মফস্বল সাংবাদিকদের মাসিক বেতন ৩৫ টাকা নির্ধারনসহ ২১ দফা দাবিতে দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে দেশজুড়ে ওই কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সাধারণ সম্পাদক ও আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় সমাবেশের বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক জেলা বিএনপি'র তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক
ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্যরা।
সমাবেশ থেকে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত
সাংবাদিকদের পূণর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথার সাথে কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সালাহ উদ্দিন আহেমদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএ...
নিউজ ডেস্ক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি পদে মো....
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচাপায় দুই মো...

মন্তব্য (০)