ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করা ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য না পেলে সংগঠনটি প্রশ্নের মুখে পড়ে।
আত্মপ্রকাশের আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর বাগছাসের বিলুপ্তি হয়। আর সংগঠনটির নেতাদেরই নেতৃত্বে প্রকাশ করে ‘জাতীয় ছাত্রশক্তি’। যেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, তার ‘পদাবনতি’ হয়েছে ছাত্রশক্তিতে। আর বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসানের পদোন্নতি হয়েছে।
এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
                            
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ...
                            
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্...
                            
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয়...
                            
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন ...
                            
নিউজ ডেস্ক : ২৩২ টি আসনে দলের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার রা...
            
মন্তব্য (০)