
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি — এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা।
আজ মঙ্গলবার বিকালে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ ও লালমনিরহাট সদর থানা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হালিম চাঁদ।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মো: ফজলুল ইসলাম,লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ ইসলাম।,লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুন্নবী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা,মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের সার্বিক নিরাপত্তায় পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
সভা শেষে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক...
বগুড়া প্রতিনিধি : ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল নানা উদ্...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক স...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশু ...
মন্তব্য (০)