
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ।
সোমবার (২০ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় জুলাই সনদ ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের জন্য পতিত স্বৈরাচারের দোসররা অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত করছে। নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে। তাই আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
রাশেদ খান আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক কাঠামো পুনর্গঠন অপরিহার্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত গোয়েন্দা কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি বর্তমান প্রশাসন ও নির্বাচন কমিশনে পরিবর্তন আনার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দিতে হবে— আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের কেউ কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।
এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাশেদ খান বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য ও যৌক্তিক। দাবি না মানলে তাদের সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে।
লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন। তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিমানবন্দরসহ এসব ঘটনায় পতিত স্বৈরাচারের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি সঠিকভাবে তদন্তের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই সরকারকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে আসছি। কিন্তু দুঃখজনকভাবে সেই আশার প্রতিফলন দেখতে পাইনি। আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তাই দেশ যেন পুনরায় বিশৃঙ্খলার দিকে না যায়, সেজন্য জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় গণঅধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম আজহার এবং ছাত্রবিষয়ক সম্পাদক রিদওয়ান উল্লাহ খান প্রমুখ।
রংপুর ব্যুরো:অনেক উপদেষ্টাদের তাদের কর্ম...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...
নিউজ ডেস্ক : প্রায় এক মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব...
নিউজ ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকা...
মন্তব্য (০)