
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাণ ফিরছে ক্রীড়াঙ্গনে। জেলার ঐতিহ্যবাহী দুটি আয়োজন— “মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫” ও “জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫”—কে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্যা প্রেস’।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় জানানো হয়, চলতি অক্টোবরের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম বিভাগ কাবাডি লীগ। এর পরপরই নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ১৬ দলীয় প্রথম বিভাগ ক্রিকেট লীগ।
আলোচনা সভায় বক্তব্য দেন কাবাডি লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আশিক রহমান, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদ্য যোগদান করা জেলা ক্রীড়া কর্মকর্তা বি.এম. সাজিন ইসরাত।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,জেলা ক্রীড়া সংস্থা গঠনের পর থেকেই আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আয়োজন করে আসছি। এবার জাতীয় খেলা কাবাডি ও জনপ্রিয় ক্রিকেট লীগকে সামনে রেখে আমরা নতুন উদ্যমে কাজ করছি। এসব আয়োজন সফলভাবে সম্পন্ন হলে মাগুরার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন,“স্থানীয় ক্রীড়াকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থা তাদের আন্তরিক আহ্বান জানাচ্ছে।”
অনুষ্ঠানে কাবাডি ও ক্রিকেট লীগের দুটি পৃথক লোগো উন্মোচন করা হয়। সাংবাদিকরা এ সময় ক্রীড়া উন্নয়ন ও আয়োজনের ধারাবাহিকতা নিয়ে নানা মতামত ও পরামর্শ প্রদান করেন।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাশঁখালীউ পজেলার অপহরনকৃত শিশু চন্দনাই...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বা...
পাবনা প্রতিনিধি : “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী ...
মন্তব্য (০)