
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সাহেদা বেগমের মেয়ে আরজু আক্তারকে (২৪) আটক করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে এক হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
রোববার রাত ১০ টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী।
অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানান- গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে যৌথ অভিযানে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ মাদক বিক্রির ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা যায়নি। এছাড়া মাদক বিক্রির আরও ৪ লাখ লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়া গেছে।
জানা যায়, আরজু আক্তারের মা সাহেদা বেগম (৪০) মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনিও একই এলাকার বাসিন্দা। তাঁর নামে ফরিদপুর কোতয়ালী থানায় ২৬ টি মাদক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তারও হোন। সর্বশেষ গত বছরের ২০ মে আড়াই'শ পিস ইয়াবাসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার হোন। পরেরদিন কোতয়ালী থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে। আরজু আক্তারের বিরুদ্ধে থানায় আগে মামলা আছে কি-না খোঁজ নিয়ে দেখতে হবে। এছাড়া তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাশঁখালীউ পজেলার অপহরনকৃত শিশু চন্দনাই...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বা...
পাবনা প্রতিনিধি : “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী ...
মন্তব্য (০)