• স্বাস্থ্য

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁতেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম। রবিবার শহরের চক এনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাজুড়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।

নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। এদিন টিকা গ্রহণের জন্য অভিভাবকদের সন্তানদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে অপেক্ষা করতে এবং প্রতিটি শিক্ষার্থীকে হাসি মুখে টিকা গ্রহণ করতে দেখা গেছে। শেষ পর্যন্ত টিকা গ্রহণ করে জেলার কোন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়াসহ কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ জানান জেলায় ৬ লাখ ৭৫ হাজার ৭৯৫ জন ছেলে-মেয়েকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা রয়েছে। রবিবার পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে ২ লাখ ৫৯ হাজার ১৮২ জন। শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন টিকা কেন্দ্র  ও পর্যায়ক্রমে কমিউনিটি পর্যায়ে ১৮ কার্যদিবস ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে।

জেলাজুড়ে টিকাদান কার্যক্রম শেষ পর্যন্ত সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে এবং এই টিকা প্রাপ্তি থেকে যেন জেলার একটি ছেলে কিংবা মেয়ে বঞ্চিত না হয় সেই জন্য প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম কঠোর ভাবে সম্পন্ন করা হচ্ছে। এছাড়া টিকাদানের সকল কার্যক্রম কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

মন্তব্য (০)





image

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্য...

image

‎ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরী করতে হবে: স্বাস...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে ক্যান্সার চিকিৎসায় অধিক সংখ্যক বিশেষজ...

image

শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক: উপদ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উ...

image

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত)...

image

‎সচেতনতা আর টিকাদানেই টাইফয়েড নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য ...

নিউজ ডেস্কঃ সচেতনতা আর টিকাদানেই টাইফয়েড রোগ নিয়ন্ত্রণ করা স...

  • company_logo