• বিনোদন

রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব এ মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিবাচক আলোচনাও পাওয়া গেছে। সম্প্রতি কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সেই জবাব দিতে দেখা গেছে এ বিন্দাসকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয়; বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব।

এখানেই শেষ নয়; একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে, দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন অভিনেতা। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে এর মধ্যে অনেকেই বাবা-মাও হয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা— এমন প্রশ্ন অনেকবার শোনা গেছে, কিন্তু এর উত্তর পাওয়া যায়নি। তবে এবার উত্তর পেয়েছে তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারাজীবন একাই জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে দেব যা বললেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। 

তিনি বলেন, যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এই নয় যে, আমি সিঙ্গেল ব্যাচেলার লাইফ লিড করব। এ অভিনেতা বলেন, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবে।

অভিনেতার এমন কথায় তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি। তারা ভাবছেন— হয়তো শিগগির সুখবর পাবেন তারা। এবার হয়তো বিয়ের সানাই বাজতে চলেছে দীপক অধিকারীর বাড়িতে। তবে সেটি কবে, তা একমাত্র সময়ই বলতে পারবে।

 

মন্তব্য (০)





image

এমন দৃশ্যে অভিনয় করতে আমি ভয় পেতাম: সোনম

নিউজ ডেস্ক : বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দি...

image

একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান: মাহি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইর...

image

ফের বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি

বিনোদন ডেস্ক: দেশের আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয...

image

ওমর সানীর ক্যারিয়ার ধ্বংসের ৩টি কারণ জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক : অভিনেতা ওমর সানী ঢালিউড সুপারস্টার হয়েও ক্যার...

image

‎জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ কুড়িগ্রামে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি&rsqu...

  • company_logo