
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন। ভাঙ্গা একটি ঘরে জেল বানিয়ে জেলে দিয়েছিলেন। তবুও তার নীতিতে তিনি অটল ছিলেন। এই নীতি ও আদর্শ নিয়েই চলছে তারেক রহমান।
বুধবার (২৭ আগষ্ট) বিকালে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমান এর নির্দেশনায় "আমরা বিএনপি পরিবার" এর আয়োজনে জুলাই গণ অভ্যূত্থানে
জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিক্সা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি তারা সবার খবর নিতে পারি না। যারা আমাদের দল সমর্থন করেন শুধু তাদেরকে নিয়েই আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠণ করেছেন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করেন তারেক রহমান। জিয়াউর রহমান নিরক্ষর মানুষদের অক্ষর দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, এই অনুষ্ঠান বিএনপি শুধু নির্বাচনকে সামনে রেখে করে নি। এই বিএনপির কার্যক্রম শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই৷ তারেক রহমান যখন স্বৈরাচারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন৷ তখন থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই "আমরা বিএনপি পরিবার" শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়। এটি দেশের সকলের জন্য। এর কার্যক্রম চলমান থাকবে। তারেক রহমান বলেন, বিএনপি মানেই বাংলাদেশ।
ভার্চ্যুয়ালিভাবে যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আমার জরুরী কাজ থাকায় আমি যেতে পারিনি। সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই অবতীর্ণ করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।
এসময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি মানবিক বাংলাদেশ গঠণের লক্ষ্যে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। বিএনপির যদি সরকার গঠণ করে তাহলে অবশ্যই এই জুলাই যোদ্ধা সহ নিপীড়িত মানুষদের পাশে থাকবেন।
এসময় আরও বক্তব্য রাখেব, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত,বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।
পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ...
নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (২৮ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে ন...
নিউজ ডেস্কঃ যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে...
নিউজহ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির...
নিউজ ডেস্ক : প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশের বল...
মন্তব্য (০)