• সমগ্র বাংলা

‎ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

‎সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

‎হস্তান্তরকৃতরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকরা।

‎পুলিশ ও বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃতদের মাঝে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে ওই দেশের পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের আটকের পর তারা ৩ মাস ওই দেশের কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদেরকে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। অপর হস্তান্তরকৃত আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবত ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার বিকেলে দুই দেশের পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

‎ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

‎এর আগে, ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ আইনবহির্ভূতভাবে ৪ দফায় ৬৭ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে। পুশ ইনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে হাসপাতালে গ্যাসের লিকেজ থেকে এ্যাম্বুলেন্সে ব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামন...

image

‎র‍্যাব এর অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদা হত্যা মামলার...

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরে...

image

চাটমোহর পৌরসভার প্রকল্পের কাজ ঠিকমত না হওয়ায় ইঞ্জিনিয়ার...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার উন্নয়ন প্রকল্পের ক...

image

‎চৌদ্দগ্রাম উপজেলায় ১৫ হাজার শিক্ষার্থীর একযোগে ১৫ হাজার ...

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম প...

image

দিনাজপুরে বিক্ষুব্ধ তৌহিদী জনতার আগুনে পুড়লো তথা কথিত পীর...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের শহরতলীর বিরল এলাকায় বিক্ষুদ্ধ তৌহিদী জন...

  • company_logo