• সমগ্র বাংলা

শ্রীপুরে প্রভাবশালীদের ভয়ে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেনা প্রবাসী ও তার পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে প্রভাবশালীদের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । অবরুদ্ধ হয়ে জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া প্রবাসীকে মিথ্যা মামলায় আসামি করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এসময় তার সাথে  জেল যেতে হয়েছে ১৬ বছরের কিশোর ছেলেসহ স্ত্রী সন্তানদের। ২৩ দিন কারাভোগ করে বেড়িয়ে এসে প্রভাবশালীদের ভয়ে বসতবাড়িতে প্রবেশ করতে পারছে না প্রবাসী। বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ। প্রভাবশালীদের হুমকিতে প্রাণনাশের আশংকায় প্রবাসীর পরিবারটি। 

ভুক্তভোগী মো. আলাউদ্দিন (৫৪) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বাদিয়ারচালা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘ ৩৪ বছর যাবৎ কুয়েত প্রবাসী। 

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মো. জয়নাল খান (৫৩), ফাহিম খান (২২), ফয়সাল খান (২৬), জালাল খান (৫১)।

সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, চলতি বছরের জুন মাসের ২৯ জুন  কুয়েত থেকে ছুটিতে  বাংলাদেশে আসি। আসার পূর্বেই অভিযুক্তরা বিভিন্ন বিষয় নিয়ে আমার স্ত্রী সন্তানকে অত্যাচার নির্যাতন করতেন। এর পরিপ্রেক্ষিতে আমি কুয়েত থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুটি অভিযোগ দায়ের করি। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। দেশে আসার ২০ দিন পর গত ১৯ জুলাই অভিযুক্তরা আমার বসতবাড়িতে এলোপাতাড়ি হামলা চালিয়ে লুটপাট শুরু করে। বহুতল ভবনের বেশ কয়েকটি কক্ষে ব্যাপক লুটপাট চালিয়ে ভাংচুর করে। আমাকেসহ স্ত্রী সন্তানকে অবরুদ্ধ করে রাখে। জীবন বাঁচাতে জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ আসে। পুলিশ এসে আমাকেসহ আমার পরিবারকে পুলিশের গাড়িতে করে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে শুরু হয় নাটকীয়তা। প্রভাবশালীর কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে আমাকে মিথ্যা মামলায় আসামি করে কারাগারে পাঠায়। শুধু আমাকে নয় কারাগারে পাঠায় আমার ১৬ বছরের স্কুল পড়ুয়া ছেলে রাশেদকে।পরে একদিন কারাভোগ করার পর মুক্তি পায়। বড় ছেলে রাকিব ২০ দিন এবং আমি ২৩ দিন কারাভোগ করে জামিনে বের হই। তিনি আরও জানান, জামিনে বের হয়ে এসে দেখি আমার বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ। বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য চেষ্টা করলেও বাধা দিচ্ছে অভিযুক্তরা। বর্তমানে আমি বসতবাড়িতে যেতে পারছি না। প্রতিনিয়ত প্রাণনাশের আশংকায় আছি। এত কিছু হলেও পুলিশ একটি দিনের জন্য ঘটনাস্থলে আসেনি। 

অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, তাকে কোন ধরনের চলাচলের রাস্তা দিবো না। সে বিমান দিয়ে চলাচল করবো। আমার জায়গা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে দিবো না। পুলিশ সাংবাদিক কি দিতে পারবো। তাকে হিসাব করার সময় নাই। সে প্রবাসী হলে আমাদের কি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন ঘটনাস্থলে গিয়ে দেখি প্রবাসী অবরুদ্ধ। তখন তাকে উদ্ধার করে আনা হয়েছে থানায়। প্রবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরের বয়সের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আদালতে প্রেরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। কারাভোগের পর আজ রবিবার প্রবাসী আলাউদ্দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

জামালপুরে পুলিশের উপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই আটক-৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে ৩৩ প...

image

‎উলিপুরে ক্যান্সারে আক্রান্ত কোহিনুর, বিত্তবানদের সহযোগিত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরা...

image

লালমনিরহাটে যুব সমাজের উদ্যোগে বর্ণিল আয়োজনে যুব দিবস উদ...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দ...

image

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড: উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে ...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের ছোট কুমিড়ায় ব...

image

‎সারাদেশের রেস্তোরাঁ মালিকদের আনা হবে এক ছাদের নিচে, বগুড়...

সঞ্জু রায়, বগুড়া: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক ...

  • company_logo