• সমগ্র বাংলা

জুলাই আহতদের নামের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জুলাই  আহতদের নামের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

 

 রবিবার (১০ আগস্ট বেলা বারোটার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুত মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  করা হয়। এতে করে সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের দুইনপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পরেন সাধারণ মানুষ। পরে শ্রীপুর ও মাওনা হাইওয়ে থানা পুলিশ অবরোধ কারীদের বুঝিয়ে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে দুপুর একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আন্দোলন কারীরা অভিযোগ করে বলেন, আমরা জুলাই বিপ্লবে আন্দোলন করেছি। গোপনে জুলাই বিপ্লবে আহতদের তালিকা করা হয়। প্রকৃত অনেক আহতরা তালিকা থেকে বাদ পরেছেন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নাম তালিকায় আছে। আমাদের জিজ্ঞাসা কারা ছাড়া কিভাবে এ তালিকা করলো। ৪২ জনের প্রকাশিত গেজেটে অনেক আহতদের নাম বাদ পড়েছে। আমরা এ তালিকা বাতিলের দাবী করছি। অবিলম্বে প্রকৃত জুলাই যুদ্ধাদের তালিকা প্রকাশের দাবী করেন তারা।

 

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ নিলয় মৃধা অভিযোগ করে বলেন, তিন আগষ্ট নিষিদ্ধ আ’লীগ মাঠে ছিলো। পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হই। আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমি লুকিয়ে চিকিৎসা করি। আমার পক্ষে সেদিন শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব হয়নি। তাই আমার নাম তালিকায় আসেনি। অনেকে রাস্তায় হুচোট খেয়ে জুলাই যুদ্ধা হয়েছে। আমি গুলি খেয়েও জুলাই আন্দোলনে আহতদের তালিকায় নাম লেখাতে পারিনি। 

 

তিনি আরো বলেন, শ্রীপুরে ৪২জনের গেজেট প্রকাশিত হয়েছে। এ তালিকায় ছাত্রলীগ যুবলীগ নেতাদের নাম রয়েছে । প্রকৃত জুলাই যুদ্ধে আহতদের নাম নেই। এ তালিকায় কিভাবে ছাত্রলীগ যুবলীগের নাম এলো? কারা দিলো? আমরা অবিলম্বে এ তালিকা সংশোধনের আহ্বান করছি।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মহম্মদ আব্দুল বারিক বলেন, জুলাই বিপ্লবে আহত ব্যক্তি গেজেট সংশোধনের দাবীতে সড়ক আবরোধ করেছিলো। এ সময় যান চলাচল বন্ধ থাকে। মাওনা হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়। দুপুর একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (০)





image

উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্...

image

খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপসারণের দাবিতে চ...

পাবনা প্রতিনিধিঃ খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপস...

image

লালমনিরহাটে ভেসে এলো ভারতীয় শিশুর লাশ, পরিচয় শনাক্তের পর ...

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী...

image

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ ফার্মেসীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মেয়াদোত্ত...

image

শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীর পাশে কেন্দ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo