
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার সূত্র ধরে শুক্রবার দুপুরে ঢোল বাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশে রওনা দেয়। কয়েকশ গ্রামবাসী দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসী রক্ষা পান।
গ্রামবাসী জানান, বৃহস্পতিবার বিকালে আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় সুয়াদি গ্রামের পক্ষে বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন খেলোয়াড় এতে বিদ্যানন্দী গ্রামের কয়েকজন ছেলেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে সুয়াদি গ্রামের লোকজন সুখনি, বিদ্যানন্দী, নোয়াকান্দা ও আউড়াকান্দি গ্রামের কয়েকজন ছেলেকে মারধর করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশে রওনা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শুক্রবার দুপুরে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কয়েকশ গ্রামবাসী দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিচ্ছিল। আমরা গ্রামবাসীকে বুঝিয়ে শান্ত করেছি।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আট...
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেভিল হান্ট অভিযানে বেতাগী ইউনিয়ন পরিষদের প...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে চলাচলের সড়কে পাট শ...
মন্তব্য (০)