
ছবিঃ সংগৃহীত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মধুপুর আব্বাছিয়া ডি.এস দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অফিস কক্ষে মাদ্রাসা সুপারকে মারধর ও অপদস্তের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে মারধর ও অপদস্ত করা হয়েছে। এঘটনায় মাদ্রাসার পেডে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ঈশ্বরগঞ্জ থানায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা সুপার এয়াকুব আলী।
অভিযুক্তরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নিজাম উদ্দিন ফকিরের ছেলে কামরুল হাসান ফকির, মৃত নুরুল আমিনের ছেলে মোনায়েম ভুঁইয়া, সিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া ও মধুপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে উসমান গণি বকুল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা ক্লাস চলাকালীন সময়ে কামরুল হাসান ফকিরের নেতৃত্বে ২০/২২ জন লোক নিয়ে এসে বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্যসহ কয়েকজন লোকের সামনে তাদের ইচ্ছামত নিয়মিত কমিটি গঠন না করায় হুমকি-ধমকি ও মারধর করে ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে লাঞ্চিত করে। পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীরা ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে উদ্ধার করে। এতে শ্রেণি কক্ষে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে সুপার সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।
মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও অভিযুক্ত হৃদয় মিয়া জানান, ঘটনার দিন কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলদের সাথে কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডা হয় বর্তমান কমিটির এরশাদ ফকিরের। কিন্তু ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি সঠিক নয়।
এবিষয়ে মোনায়েম ভুঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ভোটার তালিকা নিয়ে সুপারের সাথে কথা বলতে যাই। এসময় কোন মারামারি হয়নি। ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি মিথ্যা বানোয়াট। এছাড়াও কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আট...
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বি...
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেভিল হান্ট অভিযানে বেতাগী ইউনিয়ন পরিষদের প...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে চলাচলের সড়কে পাট শ...
মন্তব্য (০)