ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ এর ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৩), শাবলু মিয়ার ছেলে মমিন উদ্দিন (২৩) ও মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি অবস্থিত ম্যাজিক সোয়েটারের ১৬ বছর বয়সী গার্মেন্টস কর্মী মামুন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে ১৮ জুলাই সন্ধ্যার পর গার্মেটস ছুটি হলে গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে উন্দাইল কলাবাগান নামক স্থানে নিয়ে প্রেমিক মামুন মিয়া সহ ৩ বন্ধু মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-২২।
উক্ত ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে ময়মনসিংহ র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এ ঘটনায় পৃথক অভিযানে চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে শাকিল মিয়াকে ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। তবে এ ঘটনার মূল আসামি প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে ব্রিফিংয়ে জানান র্যাব-১৪।
নিউজ ডেস্ক : প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ ২১হাজার ২৫০টাকা ম...
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...
নিজস্ব প্রতিবেদকঃ গোলাম রব্বানী কর্মরত আছেন সরকারি প্রতিষ্ঠা...
নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন...

মন্তব্য (০)