
প্রতীকী ছবি
তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেকে জানেন না, অ্যাপসের ভেতরে প্রতিনিয়ত ক্যাশ মেমোরি তৈরি হয়। আর তা র্যামের জায়গা অকারণে নষ্ট করে। ডিভাইসের গতি হারানোর পেছনে এটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।
স্মার্ট ডিভাইসে যেসব অ্যাপ রয়েছে, সেসব ব্যবহার না করলেও তাদের সব ডেটা ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে সংরক্ষিত হয়। এসব অপ্রয়োজনীয় ডেটা জমে স্টোরেজের ধারণক্ষমতা কমিয়ে দেয়। চাপ পড়ে প্রসেসরে।
ইচ্ছা করলেই সময় নিয়ে কয়েক দিন পরপর প্রতিটি অ্যাপের ক্যাশ ক্লিয়ার করে স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ ফ্রি করার সুযোগ রয়েছে। ক্লিয়ার ক্যাশ করতে প্রথমে সেটিংশ অপশন থেকে অ্যাপস ইনফো হয়ে স্টোরেজে যেতে হবে। ওখানে ক্লিয়ার ক্যাশ অপশন থেকে ইন্টারনাল স্টোরেজ ও র্যাম ফ্রি করলে ফোন দ্রুত কাজ করবে।
অ্যাপ মেমোরি
অনেকের ডিভাইসে একবার যে অ্যাপ ইনস্টল হয়ে থাকে, সেটাই ব্যবহার করে যাই। অ্যাপ অনেক দিন ব্যবহার করায় এটি ধীরগতির হয়ে যায়। ক্লিক করলে অ্যাপে যেতে অনেক সময় লাগে। প্রতিটি অ্যাপ ডেভেলপাররা কিছুদিন পরপর নতুন ফিচার যুক্ত করে অ্যাপ আপগ্রেড করেন। তখন অ্যাপ আপডেট করার নোটিফিকেশন পৌঁছায় ডিভাইসে, যা করলে অ্যাপে নতুন পরিষেবা যুক্ত হয়। অন্যদিকে, অ্যাপটি আগের তুলনায় দ্রুত কাজ করে। কাজটি না করলে অ্যাপটি অনেক সময় চলতে চলতে হ্যাং করে। আবার ক্র্যাশ হয়ে যায় অনেক ক্ষেত্রে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে তথ্য-উপাত্তের খোঁজে গুগল নয়, সার্চের প...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবেন, ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গেছে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম ...
মন্তব্য (০)