
প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। অনেক সময় এমন হয় যে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে যান। বাড়িতে অতিথি বা নতুন কেউ এলে তাকে আর ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দিতে পারছেন না। বেশ অস্বস্তিতে পড়তে হয়।
তবে খুব সহজে কিন্তু আপনার ফোন থেকেই আপনার বাড়ির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক উপায়-
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে-
>> ফোনের সেটিংস অ্যাপটি খুলুন।
>> নেটওয়ার্ক এবং ইন্টারনেটে ট্যাপ করুন।
>> ইন্টারনেট নির্বাচন করুন এবং আপনার সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্কটি শনাক্ত করুন।
>> নেটওয়ার্ক নামের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করুন।
>> শেয়ার বোতাম টিপুন (এটি একটি কিউআর কোড আইকন হিসেবে প্রদর্শিত হবে)।
>> অনুরোধ করা হলে আপনার ডিভাইসের আনলক কোড বা বায়োমেট্রিক্স ব্যবহার করে প্রমাণীকরণ করুন।
>> ওয়াইফাই পাসওয়ার্ডটি কিউআর কোডের নিচে দেখা যাবে।
আইফোনের ক্ষেত্রে-
>> আপনার আইফোনে সেটিংস অ্যাপটি খুলুন।
>> উপলব্ধ নেটওয়ার্কগুলোর তালিকা দেখতে ওয়াই-ফাই এ আলতো চাপুন।
>> আপনি বর্তমানে যে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত আছেন সেটি খুঁজুন এবং তার পাশে থাকা ‘আই’ আইকনে (তথ্য আইকন) আলতো চাপুন।
>> পাসওয়ার্ড ফিল্ডে ট্যাপ করুন। আপনাকে ফেস আইডি, টাচ আইডি, অথবা আপনার ডিভাইসের পাসকোড ব্যবহার করে প্রমাণীকরণ করতে বলা হবে।
>> একবার প্রমাণীকরণ হয়ে গেলে, পাসওয়ার্ডটি প্রদর্শিত হবে। এবার আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে অথবা লিখে রাখতে কপি ট্যাপ করতে পারেন।
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে তথ্য-উপাত্তের খোঁজে গুগল নয়, সার্চের প...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবেন, ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গেছে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম ...
মন্তব্য (০)