• বিনোদন

বন্ধু দিবসে ওটিটিতে এলো ‘মেঘের কপাট’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : আজ রোববার বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্ল্যাটফর্মে প্রথম মুক্তি পেল চলচ্চিত্রটি।

ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেকে।  শ্রীমঙ্গলে সম্পূর্ণ দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

ইতোমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’-এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ প্রভৃতি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’।

চলচ্চিত্রটি একটানা ৪ সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের হলেও সিনেমাটি প্রদর্শিত হয়। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’-কে ভারতে পাঠানো হয়। 

 

মন্তব্য (০)





image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

image

‘শ্রাবন্তীর মতো লোক বিধানসভায় দরকার’

বিনোদন ডেস্ক : গত ২১ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকেই জল্পনার শুরু। টাল...

image

ঋতুপর্ণায় মুগ্ধ মদন মিত্র

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহসী, সংবেদ...

  • company_logo