• লিড নিউজ
  • অর্থনীতি

‎পোশাক শিল্প রক্ষাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার: উপদেষ্টা খলিলুর রহমান

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের পোশাকশিল্পকে রক্ষা করা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

‎শুক্রবার (১ আগস্ট) ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খলিলুর রহমান বলেন, আমরা খুব সতর্কভাবে আলোচনা করেছি যাতে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমাদের দেশের স্বার্থ এবং সক্ষমতার সঙ্গে মিলে যায়।

‎সংবাদ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন।

‎বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের পোশাক শিল্পকে রক্ষা করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি, আমরা যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছি। এতে করে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ভালো হবে এবং যুক্তরাষ্ট্রের কৃষিনির্ভর রাজ্যগুলোর সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো হবে।

‎খলিলুর রহমান বলেন, আমরা সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক সফলভাবে এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক শিল্প এবং এর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য একটি দারুণ খবর। আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রাখতে পেরেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে ঢোকার সুযোগ তৈরি করতে পেরেছি।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭০টি দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করেছেন। এই শুল্কের হার ৪১ শতাংশ পর্যন্ত হতে পারে। বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক হার পেয়েছে, যা তার প্রধান পোশাক খাতের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সমতুল্য (যাদের শুল্ক হার ১৯ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে)। এর ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতা অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে, ভারত একটি গঠনমূলক  চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই অভ্যুত্থান পরবর্তী ১ বছরে অনেক অর্জন হয়েছে: বাণিজ্য...

নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে বলে জানিয়...

image

জুলাইয়ে বাড়ল মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক : জুলাই মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বে...

image

বাংলাদেশের জুলাই মাসের পিএমআই দ্রুত সম্প্রসারণ হারসহ ৬১.৫...

নিজস্ব প্রতিবেদকঃ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড...

image

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাক...

image

মার্কিন পাল্টা শুল্ক আজ কার্যকর শেষ দিনে চট্টগ্রাম বন্দরে...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর  ...

  • company_logo