• শিক্ষা

পবিপ্রবি সাংবাদিক সমিতির ২ মাসব্যাপী জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন” শীর্ষক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার (১৯ জুলাই) কৃষি কনফারেন্স কক্ষে সেশন শেষে ক্লোজিং সেরেমনি আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়। 

প্রায় দুই মাস ধরে চলা এই পেশাজীবন-উন্নয়ন কর্মশালার উদ্বোধন হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে মৌলিক ও উন্নত পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্বগণ এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন।

ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন শেষ সেশন গ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবু হাসনাত তুহিন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, “বর্তমান বিশ্বে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন অপরিহার্য। এই কর্মশালা তাদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

সমাপনী অনুষ্ঠানে সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। 

মন্তব্য (০)





image

‎রোববার সকাল ১০টায় এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার পুন...

image

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে ইউরোপের পাঁচ বিশ্ববিদ্যালয়...

পবিপ্রবি প্রতিনিধি: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন পটুয়াখা...

image

ক্লাস-পরীক্ষা বর্জনের পর বাকৃবির প্রশাসনিক ভবনে তালা

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্...

image

ফরিদপুরে টিটিসিতে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কে...

image

‎প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুখবর ...

  • company_logo