• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ইসরায়েলের হামলাগুলো যুদ্ধাপরাধঃ সাঈদ ইরাভানি

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘সন্ত্রাস ও অপরাধমূলক আগ্রাসন’ আখ্যা দিয়ে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাভানি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করেছে।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরাভানি বলেন, ‘ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি আগ্রাসন চালিয়েছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।’

তিনি জানান, সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—ইসরায়েল শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছিল। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছিল।

‘ইরান যদি সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনত, তাহলে তার পরিণতি মারাত্মক হতে পারতো,’ বলেন ইরাভানি।

তিনি ইসরায়েলের তথাকথিত ‘সার্জিকাল স্ট্রাইক’ দাবিকে ‘ভুল ও প্রতারণামূলক’ বলে অভিহিত করেন। বরং তারা ইরানের নাগরিক এলাকা, হাসপাতাল, ঘরবাড়ি, এমনকি সংবাদমাধ্যমের ওপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইরাভানি জানান, এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৮১ জন নিহত বা আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২২৪ জন বেসামরিক নাগরিক, যাদের অনেকেই নারী ও শিশু। তেহরানের একটি আবাসিক ভবনে চালানো হামলায় প্রায় ২০ শিশুর প্রাণহানি ঘটে।

এছাড়া, দেশটির পানি, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল অবকাঠামো—বিশেষ করে বুশেহরের আসালুইয়েহ রিফাইনারি ও একাধিক হাসপাতালেও হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘এই হামলাগুলো দুর্ঘটনা নয়—ইচ্ছাকৃত। এগুলো যুদ্ধাপরাধ।’

আরও বিস্ময়করভাবে, ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরআইবির কার্যালয়েও সরাসরি সম্প্রচারের সময় হামলা চালানো হয়। ইরাভানির ভাষায়, “এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং ইসরায়েলের বর্বরতা ও তথ্য শত্রুতার প্রমাণ।”

ইসরায়েলের এসব হামলার জবাবে ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে বলে জানান তিনি। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আলোকে এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

‘আমাদের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক, সীমিত ও নির্ভুল লক্ষ্যবস্তুতে। আমরা শুধু সেই সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছি, যেগুলো এই আগ্রাসনে জড়িত,’ বলেন ইরাভানি।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান যুদ্ধ বা উত্তেজনা চায় না। তবে নিজের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় কখনও পিছপা হবে না।’

এসময় তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকাকেও তীব্রভাবে সমালোচনা করে বলেন, ‘ইসরায়েলি হামলা মার্কিন অস্ত্র, গোয়েন্দা সহায়তা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব হতো না। তাই এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রও দায়ী।’

সবশেষে ইরাভানি জানান, এই হামলার ঠিক আগেই ওমানের মাসকটে ইরানের পরমাণু আলোচনার ষষ্ঠ দফা শুরু হওয়ার কথা ছিল। সেখানে ইরান সমঝোতার জন্য নতুন প্রস্তাব নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ‘অসৎ উদ্দেশ্য ও দ্বিমুখী নীতিতে’ তা প্রতিহত করেছে, যা কূটনীতিকে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি: পররাষ...

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল ব...

image

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আগামী ২৩ আগস্ট দুইদিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধা...

image

জাতিসংঘের অনুষ্ঠানে ড. ইউনূস কার্যকর সংস্কার না করলে স্বৈ...

নিউজ ডেস্ক :  চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ...

image

বাংলাদেশে সফররত ভারতীয় মেডিকেল টিমের গুরুতর আহতদের সার্ব...

নিজস্ব প্রতিবেদক: ২১শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত...

image

চিকিৎসাসেবা শুরু করেছে ভারতীয় মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দ...

  • company_logo