• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেব : পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কাতারে যে সভা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য ছিল এই দুঃসময়ে কাতারের প্রতি আমাদের যে সমবেদনা শুধু নয়, তাদের সমর্থন ব্যক্ত করা এবং যে অত্যন্ত গর্হিত কাজ ইসরায়েল করেছে, সেটা উল্লেখ করা। আমরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছি এবং প্রয়োজনে কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছি। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে উপদেষ্টা কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে দোহায় জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে গত সোমবার বাংলাদেশের পক্ষে যোগ দেন।

তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিছু শর্তের মাধ্যমে। এখন আলোচনা করতে যাওয়া, আলোচকদের মেরে ফেলার চেষ্টা করার বিষয়টি বড় অদ্ভুত। কারণ যে কোনো যুদ্ধ শেষ করতে হলে আলোচনা তো করতেই হবে। আলোচকদের যদি মেরে ফেলা হয়, কিংবা চেষ্টা করা হয়, তাহলে আলোচনা হবে কী করে? এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। কাতারে যে সভা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য ছিল এই দুঃসময়ে কাতারের প্রতি আমাদের যে সমবেদনা শুধু নয়, তাদের সমর্থন ব্যক্ত করা এবং যে অত্যন্ত গর্হিত কাজ ইসরায়েল করেছে, সেটা উল্লেখ করা।

তিনি আরও বলেন, কাতারে মন্ত্রী পর্যায়ে সভার কাজ ছিল খসড়া তৈরি করা, যেটা সামিটে বিবেচনা করা হবে। খসড়া তৈরি হয়েছে, যা গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সম্মেলনে উত্থাপিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। 

এছাড়া ডেলিগেশন প্রধান বেশিরভাগই তাদের দেশের পক্ষে অবস্থান জানিয়েছেন। 

ইসরায়েলের আক্রমণের নিন্দা করা, কাতারের প্রতি সমর্থন প্রকাশ করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। আমরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছি এবং প্রয়োজনে কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছি।

মন্তব্য (০)





image

‎ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায়: প্রণয় ভার্...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলে...

image

ঢাকায় রাশিয়ার গণ-কূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের বিজয় দিবস উ...

নিজস্ব প্রতিবেদক : রুশ জনগণের গণ-কূটনীতির শতবর্ষ এবং বা...

image

‎ঢাকায় রাশিয়ান হাউজে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক...

কূটনৈতিক প্রতিবেদকঃ ঢাকাস্থ রাশিয়ান হাউজে অনুষ্ঠিত হয় আন্ত...

image

শিশুদের জন্য রাশিয়ান মাতরিয়োশকা পুতুল আঁকার মাস্টার ক্লাস

কূটনৈতিক প্রতিবেদকঃ জাতীয় ঐক্য দিবস উদ্‌যাপনের অংশ হিস...

image

‎ঢাকায় রাশিয়ান হাউসে “বিগ এথনোগ্রাফিক ডিকটেশন” অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদকঃ ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়েছে &ld...

  • company_logo