• প্রশাসন

অপরাধের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ, প্রশংসায় ভাসছেন ওসি নাজমুল আলম

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সামাজিক সচেতনতামুলক কর্মকান্ডে ব্যাপক প্রশংসিত হয়েছেন কুড়িগ্রামের কচাকাটা থানার ওসি মো. নাজমুল আলম।

জানা গেছে, চুরি, ছিনতাই, সামাজিক দাঙ্গা ও নানাবিধ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করে স্বল্প সময়ের মধ্যে জন সাধারণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন ওসি নাজমুল আলম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ, অল্প বয়সের ছেলে মেয়েদের পালিয়ে যাওয়ার প্রবণতা রোধে সচেতনতামুলক কার্যক্রম ও নারী নির্যাতন, জুয়া এবং জমিজমা সংক্রান্ত বিরোধ রোধে নিয়মিত উঠান বৈঠক ও সামাজিক সচেতনতামুলক কর্মকান্ডে সাধারন মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। থানা এলাকায় উত্ত্যক্তকারী, যৌতুকবিরোধী বিভিন্ন গণসচেতনতা সৃষ্টি করেছেন ওসি নাজমুল আলম। এতে নারীরা না বলা কথাগুলো বলার জন্য এগিয়ে এসেছেন। স্কুল কলেজের সামনে ও সন্ধ্যার পর কিশোরদের কারণ ছাড়া আড্ডা দেওয়া বন্ধ করেছেন ওসি। এসব কর্মকান্ডে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ওসি নাজমুল আলম।

স্থানীয়রা জানায়, কচাকাটা থানা এলাকায় আগের থেকে অনেক অপরাধ কমেছে। বন্ধ হয়েছে জুয়া, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ। ওসি নাজমুল আলম যোগদানের পর থেকেই শুরু করেছেন উঠান বৈঠক সহ সচেতনতামুলক কর্মকান্ড। আমরা ওসির ডাকে সাড়া দিয়ে অপরাধের বিরুদ্ধে কাজ করছি।

বিষয়টি নিয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ, অল্প বয়সের ছেলে মেয়েদের পালিয়ে যাওয়ার প্রবণতা রোধে সচেতনতামুলক আলোচনা ও নারী নির্যাতন, জুয়া এবং জমিজমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত রোধে নিয়মিত উঠান বৈঠক করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন শুরু করেছি। থানা এলাকায় অপরাধ অনেকাংশ কমেছে। মামলা রুজুর প্রবণতা কমেছে। অপরাধ দমনে সকলে সহযোগিতা কামনা করেছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

অনিয়ম-দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...

image

পুলিশের ওএসডি ৭৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকার বাইরে প...

নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...

image

ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৌনে ১৪শ একর জমি নিয়ে সে...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...

image

ডিআইজি, অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৮ পুলিশ কর্মকর্তাক...

নিউজ ডেস্ক

একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...

image

হোমনায় নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...

  • company_logo