ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার (১৩ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটির অবস্থার অবনতি হলে নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়।এবং দুপুরে নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
দেখা যায় , স্বাভাবিক ভাবে একটি শরীরে দুইটি হাত ও দুইটি পা থাকলেও ব্যাতিক্রম ভাবে ছিল দুইটি মাথা। এদিকে দুই মাথার শিশুর জন্মের খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে শিশুটিকে এক ঝলক দেখতে হাসপাতালে সামনে জমায়েত হয় জনতা ।
জানা যায় , নবজাতক শিশুটি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের কাজিরহাট মহারাজার দিঘী গ্রামের চা শ্রমিক মাজেদুল ইসলাম ও শুরভি আক্তার দম্পতির প্রথম সন্তান।
পরিবারিরক সূত্রে জানা যায় , চিকিৎসকের পরামর্শে গেলো শনিবার (১০ মে) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয় প্রসূতি শুরভি আক্তারকে। এর পর চিকিৎসার মাঝে সোমবার (১২ মে) আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানায় দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হলে দুই মাথায় নিয়ে ছেলে নবজাতক শিশুটি জন্মগ্রহণ করে। এর পর নবজাতক শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণ কেন্দ্রে অবজারভেশনে রাখে চিকিৎসক।
এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, আজ সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটি জন্ম হয়। এদিকে ডেলিভারি সময় পার করে বাচ্চার মা আমাদের কাছে এসেছিল, এবং মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাশ করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচন্ড রকম আছে। আমরা চেষ্টা করেছি তাকে সুস্থ্য করার।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি অবস্থা ক্রিটিক্যাল সহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে প্রায় সোয়া ১টার সময় মারা যায়।
                            
জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...
                            
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
                            
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে...
                            
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তা...
                            
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...
            
মন্তব্য (০)