• শিশু সংবাদ

সরকারি চাকুরিজীবী অভিভাবক পেল অজ্ঞাত পরিচয় পরিত্যক্ত শিশু

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : উপযুক্ত অভিভাবক পেল নাম পরিচয় হীন দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে যাওয়া অজ্ঞাতনামা এক শিশু পুত্র। দীর্ঘ একমাস নিবিড় চিকিৎসা পরিচর্য্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা স্নেহ মমতায় সুস্হ করে তুলে মানবতার এক দৃস্টান্ত স্হাপন করলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। এখন সে আশঙ্কা মুক্ত। আইনি প্রক্রিয়া সেরে আজ রবিবার তাকে লালন পালনসহ প্রতিষ্ঠিত করতে তুলে দেওয়া হয়েছে সরকারি চাকুরিজীবী নিঃসন্তান এক দম্পত্তির কোলে। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নুরুল ইসলাম জানান, গেল ৬ নভেম্বর  সন্ধ্যার দিকে বাজারের বেগে ভরে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে ফেলে রেখে যান অজ্ঞাত পরিচয় একজোড়া দম্পত্তি। সংকটাপন্ন ওই শিশুর পাশে খুজে পাওয়া যায় মায়ের হাতে কষ্টের কথা লেখা একটি চিরকুট। পরিস্হিতি বুঝে মানবিকতার টানে শুরু হয় শিশুটিকে বাঁচানোর চিকিৎসকদের লড়াই। হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নুরুল ইসলামকে প্রধান করে গঠন করা হয় মেডিকেল বোর্ড। চলে সুস্হ করা বাঁচানোর প্রান্তকর চিকিৎসা লড়াই।

বেসরকারি অরবিন্দু শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শামিম কবির জানান, নিরাপদ পরিবেশে নিবিড়  চিকিৎসা চালিয়ে যেতে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে পাঠানো হয় বেসরকারি প্রতিষ্ঠান অরবিন্দু শিশু হাসপাতালের এনআইসিউ ইউনিটে। প্রায় মাস খানেক চিকিৎসায় আশঙ্কার মুক্তির পাশাপাশি সুস্হ হয়ে মুখে খাবার খেতে শুরু করে শিশুটি। শিশু চিকিৎসকদের দেওয়া কিছু আর্থিক সহায়তা ছাড়া পুরো খরচ বহন করে হাসপাতার পরিচালনা কমিটি।

সদরের সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম জানান, এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে ভীড় জমান বেশ কিছু নিঃসন্তান দম্পত্তি। উপজেলা কমিটির কাছে জমা পড়ে ১৫ টি আবেদন। আর্থিক সামর্থ এবং শিশুটিক শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার অবস্হা যাচাই  শেষে বেছে নেওয়া হয় ( স্বামী স্ত্রী উভয়ে) সরকারি চাকুরিজীবী এক দম্পত্তিকে। আপাততঃ পরিচর্য্যাকারি হিসেবে শিশুটিকে বুঝে দেওয়া হয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই দম্পত্তির কোলে। স্হায়ী ভাবে অভিভাবকত্ব পেতে এবং শিশুটিকে সম্পত্তিতে উত্তরাধিকার দিতে আদালতের মাধ্যমে বাকী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দম্পত্তিকে। পাশাপাশি  এরই মধ্যে শিশুটির দেখভালের বিষয়ে খোজ খবর রাখবেন উপজেলা কমিটির সদস্যরা। পিতৃ-মাতৃ স্নেহে শিশুটিকে প্রতিপালনের দ্বায়িত্ব নিয়েছেন তারা।

পিতামাতাহীন পরিত্যক্ত অসুস্হ শিশুটি সুস্হতার পাশাপাশি লালন পালনে উপযুক্ত অভিভাবক পাওয়া খুশী হয়েছেন তারা। 

শিশুটি আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশা করছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। 

মন্তব্য (০)





image

জামালপুরে 'গরীবের সইমিং পুল' এপির শিশু ও যুব ফোরামের সাতা...

জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...

image

সাতকানিয়ায় নুডলস আটকে সাত মাস বয়সী শিশুর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...

image

ফরিদপুরের সদরপুরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় ...

 ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে...

image

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তা...

image

চাটমোহরে ক্যান্সারে আক্রান্ত শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...

  • company_logo