• রাজনীতি

পদ পেতে স্ত্রীকে তালাক দিলো ছাত্রদল নেতা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তার স্ত্রী শিখা দাবি করেন, ফয়সাল রেজা ছাত্রদলে পেতে তাকে তালাক দিয়েছেন। ফয়সালের বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগও এনেছেন শিখা।

সংবাদ সম্মেলনের পর ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

একই সঙ্গে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন, ‘২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সংসার শুরু করেন। ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সব খরচ তাকেই চালাতে হয়েছে। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ থেকে।

‘এক পর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয়।’ টাকা না দিলে ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি।

শিখা অভিযোগ করে বলেন, ‘গত ৫ আগস্টের পর তিনি আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলেন, হলে দখল নেন, নেতা হয়ে যান। তখন তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি সব খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি।

এ ঘটনা আমার সামাজিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করেছেন।’

এরপর তিনি বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের পার্টি অফিসে জমা দেন বলেও জানান।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জকে দূর্নীতি ও মাদক মুক্ত করতে চাই: তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,...

image

দলের কেউ অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের ছায়া যাতে নিজের দ...

image

শ্রিংলার মন্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : ‘নির্বাচনে কারচুপি হলে জামায়াত ক্ষমতায় আসবে’ বা...

image

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

নিউজ ডেস্কঃ আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন...

image

এদেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে অনেকে ফুসফাস করছে: ডা:...

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, এদেশে ম...

  • company_logo