• রাজনীতি

পদ পেতে স্ত্রীকে তালাক দিলো ছাত্রদল নেতা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তার স্ত্রী শিখা দাবি করেন, ফয়সাল রেজা ছাত্রদলে পেতে তাকে তালাক দিয়েছেন। ফয়সালের বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগও এনেছেন শিখা।

সংবাদ সম্মেলনের পর ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

একই সঙ্গে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন, ‘২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সংসার শুরু করেন। ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সব খরচ তাকেই চালাতে হয়েছে। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ থেকে।

‘এক পর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয়।’ টাকা না দিলে ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি।

শিখা অভিযোগ করে বলেন, ‘গত ৫ আগস্টের পর তিনি আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলেন, হলে দখল নেন, নেতা হয়ে যান। তখন তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি সব খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি।

এ ঘটনা আমার সামাজিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করেছেন।’

এরপর তিনি বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের পার্টি অফিসে জমা দেন বলেও জানান।

মন্তব্য (০)





image

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

নিউজ ডেস্ক : জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার (২১ ...

image

স্বাধীনতা অর্জনের মূল অবদান জিয়াউর রহমানের: টুকু

নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্র...

image

তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি

নিউজ ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দলে...

image

লন্ডনের পথে ডা. জোবাইদা

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর...

image

গণমাধ্যমে হামলার ঘটনা খতিয়ে দেখার আহ্বান সালাউদ্দিনের

নিউজ ডেস্ক : গণমাধ্যমে হামলার ঘটনা খতিয়ে দেখার আহ্বান বিএনপির স্থায়ী কম...

  • company_logo