
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার পার্শ্ববর্তী বড়াইগ্রামের সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে হত্যার ঘটনায় ৫ কিশোরকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা গ্রামের আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫) , দিয়ার গাড়ফার গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম (১৩) ও চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।
রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় চাটমোহর থানা কার্যালয়ে এক প্রেস বিফিং করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম।
তিনি বলেন, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদীর বাড়ি থেকে চলে আসলেও বাড়িতে আর ফেরেনি। পরের দিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন ঐ দিন রাতে বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ হত্যার সূত্র উদঘাটনে নেমে পরেন। মাত্র ৪ দিনের ব্যবধানে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরোও জানান, শিশুটিকে গনধর্ষনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত বলে শিকার করেছেন।
গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে পাবনার আদালতে প্রেরণ করা হলে তারা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে দাদীর কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ খবর পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাবনা প্রতিনিধিঃ ৭ বছরের শিশু জুঁই হত্যার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতার এবং দ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে সহোদর ২ ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের অবহেল...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকু...
মন্তব্য (০)