
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। যার ফলে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শত শত শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক আপডেটে আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার গাজার তুফাহ পাড়ায় ইসরাইলি হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আতাত্রা জেলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, খান ইউনিসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় নিহত হয়েছেন একজন।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার পর বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহের আল-আহলি হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, শাম নামে এক নবজাতক ইসরাইলি হামলায় মারা গেছেন।
খোদারি আরও বলেছেন, হাসপাতালে প্রতিদিন যেসব অ্যাম্বুলেন্স আসছে অধিকাংশতেই নারী ও শিশু থাকে।
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদি...
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বুধবার ভোর থেকে অন্তত ...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব সময় ইসরাইলি সেনা...
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘা...
মন্তব্য (০)