• জাতীয়

খাদ্য নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ,প্রতিনিধি ঃসরকা‌রের কা‌ছে য‌থেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত র‌য়ে‌ছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই বলে জানিয়েছেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

শ‌নিবার (০৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা ব‌লেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করে‌ছে। আর এবার হাওরসহ সারাদে‌শে বো‌রো ধানের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ্যে উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

তি‌নি আরো ব‌লেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো  উন্নয়‌নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়। হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ কর‌ছে ব‌লেও জানান তিনি।

খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদী গুলো আজ নাব্যতা সঙ্ক‌টে ভুগ‌ছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভা‌বে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। 

তি‌নি আরো ব‌লেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়‌নে ব্যাপকভা‌বে কাজ কর‌ছে। 

এ সময় বেশ ক‌য়েকজন জিরা‌তি তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘা‌টের সঙ্কট, খাবার পানির অভাব নি‌য়ে কথা ব‌লেন। জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমা‌বে‌শে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌রের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন। এ সময় হাও‌রে সরাস‌রি কৃ‌ষিকা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন। 

মন্তব্য (০)





image

২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দি...

image

আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠ...

নিউজ ডেস্কঃ ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপা...

image

ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ঝড়ো বাতাসসহ ভারি বৃষ্টির পূর্...

image

বায়ুদূষণে আজ ও ঢাকা আছে তালিকার শীর্ষে

নিউজ ডেস্কঃ ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাক...

image

একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ব...

নিউজ ডেস্কঃ বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিক ...

  • company_logo