• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৫ জন। 

স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে একটি পার্কে এই হামলার ঘটনা ঘটে।  খবর বিবিসির। 

স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন ১৯ বছর বয়সি পুরুষ এবং একজন ১৬ বছর বয়সি কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি।

পুলিশের বিবৃতি অনুসারে, রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি বন্দুকের খোসা পাওয়া গেছে।  ঘটনাস্থলটি বিশাল ছিল এবং পার্কে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের তথ্য বা ভিডিও নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। 

দমকলবাহিনীর প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, উন্নত চিকিৎসার জন্য সাতজন রোগীকে নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক ওপারে অবস্থিত।

ড্যানিয়েলস বলেন, আরও চারজন আহতকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

এবার ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একাধিক স্থানে অন্তত ১২টি ভারতীয় ড্রোন &ls...

image

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় হ...

image

ভারতের হামলায় ধ্বংসপ্রাপ্ত মসজিদেই ধর্মপ্রাণ শত শত মুসল্ল...

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ...

image

পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের উত্তরাঞ্চলের ২১ ব...

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ...

image

ভারত-পাকিস্তান উত্তেজনা, যে আহ্বান জানালেন মালালা ইউসুফজাই

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের নেতাদের উদ্দেশে শান্তিতে নোবেলজয়ী ...

  • company_logo